নগরীর পার্ক ভিউ হাসপাতালে বিএম ডিপোতে দগ্ধ আরো এক শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড বিস্ফোরণে চিকিৎসারত অবস্থায় নি’হ’ত আব্দুল কাদের
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ড বিস্ফোরণে সময়ের সাথে বাড়ছে মৃতের সংখ্যা। বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে আহত নুরুল কাদের নামে আরো একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (১২ জুন) দুপুর পৌনে দুইটায় নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষ।

নিহত নুরুল কাদেরের (২২) গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়ায়। এ নিয়ে সীতাকুণ্ড ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা বেড়ে হলো ৪৮ জন।

জানতে চাইলে পার্কভিউ হাসপাতালের মহাব্যবস্থাপক তালুকদার জিয়াউর রহমান শরীফ গণমাধ্যমকে বলেন, ’ঘটনার পর থেকে নুরুল কাদের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। আজ দুপুরে আইসিইউতে মারা যান তিনি।’

উল্লেখ্য, নুরুল কাদের বিএম ডিপোতে গাড়ির মেকানিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহত নুরুল কাদেরের চিকিৎসার খরচ কেউ পরিশোধ করেছে কিনা জানতে চাইলে পার্ক ভিউ হাসপাতালের ডিরেক্টর ডাঃ রেজাউল করিম সিপ্লাসকে বলেন, আমরা রোগীর লাশ যথাযথ নিয়ম মেনে তার স্বজনদের কাছে হস্তান্তর করেছি। কারো কাছে আমরা রোগীর চিকিৎসা ব্যয় চাইনি। কেউ আমাদের দিতেও চায়নি। আমরা বিএম ডিপোতে পুড়ে যাওয়া অনেককেই চিকিৎসা দিয়েছি, দিয়ে যাচ্ছি। কেউ না দিলে এসব খরচ আমরা নিজেরাই বহন করব।

গত ৪ জুন (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। রাত ১০টার পর আগুনের খবর ছড়িয়ে পড়ে। ১১টার দিকে দাহ্য পদার্থ থাকা বেশ কয়েকটি কনটেইনার বিস্ফোরিত হয়। রাত ১২টার পর থেকে আসতে থাকে মৃত্যুর খবর।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৮ জনের মধ্যে ২৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে। এসব মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো ১৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।