সীতাকুণ্ডে বিস্ফোরণ:পরিচালক পারভেজ উদ্দিন সান্টু গ্রেফতার

পারভেজ উদ্দিন সান্টু।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে  বিস্ফোরণে নিহতের মামলায় কারখানার পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ।

মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি মুটো ফোনে এ প্রতিবেদকের কাছে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর ইন্সপেক্টর  মোহাম্মদ শামশুদ্দীন।

তিনি বলেন, রাতে নগরীর মুরাদপুর থেকে মামলার দুই নাম্বর আসামী পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেফতার করা হয়। বিস্ফোরণে নিহত শ্রমিকের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন। এ মামলায় অক্সিজেন প্ল্যান্টের তিন মালিকসহ ১৬ জনকে আসামি করা হয়। এদিকে রাতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সীমা স্টিলের পরিচালকের উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাড়িতে তল্লাসী চালায়।

মামলার অপর আসামীদের গ্রেফতারের লক্ষ্যে এ তল্লাসী বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর ইন্সপেক্টর  মোহাম্মদ শামশুদ্দীন।