সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড থানা পুলিশ গত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর শামছুল আলম আজাদসহ বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, পৌরসভার ৩নং ছোবহানবাগ ওয়ার্ডের পরপর ৩বার নির্বাচিত কাউন্সিলর ও বিএনপি নেতা শামছুল আলম আজাদ এবং পৌরসভার বাস স্টেশনের সামনে থেকে ৫০০ পিস ইয়াবা সহ মোঃ সাকিবুল হাসান(১৯), পরোয়ানা ভূক্ত আসামী মোঃ আব্দুল আজিজ (২৫) ও আব্দুল গনি প্রঃ সিজার (৪০)। সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহম্মেদ বলেন, আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাদেরকে গ্রেপ্তার করে গতকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিএনপির নেতা ও কাউন্সিলর আজাদকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক কাজী সালাউদ্দিন বলেন কোন মামলা না থাকা সত্বেও পুলিশ বিএনপির নেতা ও কাউন্সিলর আজাদকে হয়রানি করার লক্ষে গ্রেফতার করেছে।