সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় অজ্ঞাত পথচারী নিহত

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত পথচারী (৬০) নিহত হয়েছে।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত পথচারী (৬০) নিহত হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ৯টার সময় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের পিএইচপি গ্লাস ফ্যাক্টরি সামনে মহাসড়কে এ দুর্ঘটনায় ঘটে। নিহত পথচারীর নাম ঠিকনা পাওয়া যায়নি বলে জানান পুলিশ।

জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি চট্টগ্রামমুখী একটি পিকআপ ওই ব্যক্তিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে বারআউলিয়া হাইওয়ে থানার এএস আই গোলাম রাব্বনী বলেন, সকাল ৯টার সময় পিএইচপি গ্লাস ফ্যাক্টরি সামনে মহাসড়কে একটি পিকআপ এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।গাড়িটি আটক করে থানায় নিয়ে আসি। ওই ব্যক্তির পরিচয় পাওয়ার জন্য চেষ্টা করছি।