সীতাকুণ্ড প্রতিনিধি: দেশব্যাপী অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে দুইটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকালে সীতাকুণ্ড পৌর সদরের মা প্যাথলজি ও জনতা ডায়াগনস্টিক ল্যাব নামে উক্ত দুই প্রতিষ্ঠান সিলগালা হয়। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাল সেবার জন্য পদ্মা ক্লিনিক্যাল ল্যাবকে ধন্যবাদ জানানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ।
অভিযান শেষে তিনি জানান, ‘সারাদেশের ন্যায় সীতাকুণ্ড উপজেলায়ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে ৫টি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছি। এর মধ্যে মা প্যাথলজি ও জনতা ডায়াগনস্টিক ল্যাব স্বাস্থ্য বিভাগ থেকে অনুমোদনের কোন কাগজ দেখাতে না পারায় সিলগালা করে বন্ধ করে দেয়া হয়। এটি নিয়মিত অভিযানের একটি অংশ। অভিযান অব্যাহত থাকবে।‘
এসআই এমরান হোসেনের নেতৃত্বে অভিযানে সীতাকুণ্ড থানা পুলিশের একটি টিম এবং বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।