সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতার দখলে ১০ কোটি টাকার সরকারী জায়গা

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সীতাকুণ্ডে ১০ কোটি টাকার সরকারী জায়গা দখল করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে মো. রমজান আলী নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। রমজান উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড কদমরসুল জাহানাবাদ এলাকায় মুন্সী মিয়ার পুত্র এবং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

জানাযায়, ১ নং ওয়ার্ড কদমরসুল জাহানাবাদ এলাকায় (ছালেহ কার্পেট) মহাসড়কের পশ্চিম পাশের সড়ক ও জনপদ বিভাগের (সওজ) অন্তত ৮ একরের মূল্যবান জায়গা দীর্ঘদিন ধরে দখল করে সেখানে দোকান, ভাড়া ঘর, ডিপো বানিয়ে তা ভাড়া দিয়েছে এছাড়া সেখানে একটি পুকুরও সে ভরাট করেছে। দীর্ঘদিন ধরে তিনি দখলকৃত জায়গায় দোকান, ভাড়া ঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে লাখ টাকা ভাড়া আদায় করছেন। সম্প্রতি সেখানে একটি গেট স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও পরিবেশ দূষণমূলক কিছু কর্মকাণ্ড শুরু হওয়ায় এলাকাবাসী চরম ক্ষেপে উঠেছে। এ নিয়ে এলাকাবাসী ও তার মাঝে উত্তেজনাও সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এ দখলদারিত্ব বজায় রাখতে তিনি বেপরোয়া হয়ে একেবারে সরকারি চলাচলের রাস্তার ওপর গেট তৈরি করেছেন। নিজের ইচ্ছেমতো তিনি গেটটি খোলা বা বন্ধ রাখেন। এতে চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এছাড়া দখলকৃত জায়গা অন্য একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেয়ার পর সেখানে কারখানার বর্জ্য ফেলে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছেন। এই কারণে সর্বত্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এব্যাপারে স্থানীয় বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, প্রকাশ্যে সরকারি কোটি কোটি টাকার সম্পদ দখল করে রেখেছেন রমজান। তার ওপর চলাচলের রাস্তায় গেট, সরকারি খালে মাটি ভরাট, কারখানার বর্জ্য ফেলে দূষণ ও দুর্গন্ধ ছড়ানোসহ নানাভাবে তিনি এলাকার মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন।

তারা বলেন, যথাযথ কর্তৃপক্ষ এসব সম্পত্তি উদ্ধার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হবার আশঙ্কা রয়েছে। এব্যাপারে ভাটিয়ারীর ইউপি চেয়ারম্যান আলহাজ নাজিম উদ্দিন বলেন, কদমরসুল জাহানাবাদের মুন্সী মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা রমজান আলী সরকারি ৮-১০ একর জায়গা দখল করে রেখেছে। সেখানে দোকান, ডিপো, ভাড়া ঘরসহ বিভিন্ন স্থাপনা করে লাখ লাখ টাকা আয় করছে। গ্রামের যুবকরা সম্প্রতি তার দখলের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিক্ষোভ করেছে। এ জায়গা দখলমুক্ত করার দাবি জানাচ্ছে এলাকাবাসী।

এব্যাপারে জানতে চাইলে সওজের নির্বাহী জুলফিকার আহমেদ বলেন, বিষয়টি এতদিন আমার জানা ছিল না, আপনাদের মাধ্যমে জানলাম। দ্রুত ব্যবস্থা নেয়া হবে।