হযরত গাউছুল আজম মাইজভান্ডারী (কঃ) এর বাতেনী ফয়েজ প্রাপ্ত খলিফা, শাহ্ সুফী মৌলভী ওবায়দুল হক শাহ্ (রহঃ) প্রকাশ (কেরানী হুজুর) এর ২০ তম বার্ষিক ওরশ শরীফ বুধবার ১০ (২৫ সেপ্টেম্বর) সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সোনাইছড়ীর বার আউলিয়াস্থ ফুলতলা ওবায়দিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে দরবার শরীফে দিনব্যাপী খতমে কুরআন, নাতে রাসুল (সঃ) মিলাদ মাহফিল, ছেমা ও জিকির মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে ওবায়দিয়া দরবার শরীফ এন্তেজামিয়া কমিটির সভাপতি উপাধ্যক্ষ মোঃ বাদশা আলম এবং সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।