সীতাকুণ্ডে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় তুলার গোডাউনে লাগা আগুন আট ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে এখনও ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার ছোট কুমিরা এলাকার নেমসন কনটেইনার ডিপোর পাশে অবস্থিত ওই তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া সন্ধ্যা সাড়ে ৬টায় গণমাধ্যমকে বলেন, গোডাউনটি অনেক বড়। আগুন না ছড়ালেও নির্বাপণ করতে আজ রাত পার হয়ে যেতে পারে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনাস্থলে থাকা কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ গণমাধ্যমকে বলেন, নেমসন কনটেইনার ডিপোর বিপরীতে লোকমান গোডাউনে আগুন লেগেছে। গোডাউনের বাইরে কোনো নেমপ্লেট নেই। গোডাউনে অনেক তুলা মজুত রয়েছে। আগুন চারদিক থেকে ঘিরে ফেলেছি। আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। তবে বড় তুলার গোডাউন হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লাগছে।