সীতাকুণ্ডে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী, তদন্ত কমিটি গঠন

সীতাকুণ্ডে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনীর ১ ইউনিট, তদন্ত কমিটি গঠন
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ছোট কুমিরায় তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চট্টগ্রাম জেলা প্রশাসনের তরফ থেকে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এবং নৌবাহিনীর পাশাপাশি কাজ শুরু করেছে সেনাবাহিনীর একটি ইউনিটও।

শনিবার (মার্চ ১১) রাত ১১টার দিকে লে. কর্নেল মাহমুদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি ফায়ার ফাইটিং ইউনিট কাজ শুরু করে।

চট্টগ্রাম স্থানীয় সরকারের উপপরিচালক বদিউল আলমকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটিতে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপারের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডিআইজি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিটিএমসি প্রতিনিধি, বিস্ফোরক পরিদপ্তর প্রতিনিধি, বিটিএমইএ প্রতিনিধি।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান শনিবার রাত দশটার দিকে তদন্ত কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হলে প্রথমে সীতাকুণ্ড ও কুমিরা সার্ভিস অফিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে আগ্রাবাদ ও বায়েজিদ স্টেশন থেকে আরো পাঁচটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক আব্দুল হামিদ জানান, তুলার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ায় এবং পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ঠিক কত সময় লাগবে তার কোনো স্পষ্ট ধারণা দিতে পারছিলেন না ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এদিকে (রাত সাড়ে ১২টা) এ রিপোর্ট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।