সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে আকদ এর ১৫ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে ইসরাত জাহান প্রিয়া (২৩) নামে এক যুবতী আত্মহত্যা করেছে।
রেবিবার (এপ্রিল ৩০) সকালে উপজেলার ছলিমপুর ইউনিয়নের উত্তর ছলিমপুরস্থ নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রিয়া ঐ এলাকার আহমেদুর রহমানের বাড়ীর মো. নাছিরের কন্যা।
গত ১৫ এপ্রিল সীতাকুণ্ড পৌর সভার ৯নং ওয়ার্ডের শিবপুর এলাকার প্রবাসী মো. রহিম উদ্দিনের সাথে প্রিয়ার সাথে আকদ্ সম্পূর্ণ হয়। আগামী ২৬ মে তাদের অনুষ্ঠানিকভাবে বিবাহোত্তর অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আকদ এর পর থেকেই দুইজন বিভিন্ন জায়গায় ঘুরাঘরিও করে। প্রিয়ার পরিবার জানান, তাদের মধ্যে কোন ধরণের মনোমালিন্যও দেখা যায়নি। কি কারণে আত্নহত্যা করেছে তা বলতে পারছেনা পরিবারের লোকজন।
রবিবার সকালে ঘরের কাঠের আড়ালের সাথে ওড়না পেঁছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন প্রিয়া। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সীতাকুণ্ড মডেল থানার এস আই শামীউল রহমান লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদার হাট এলাকায় প্রিয়া নামে এক যুবতী আত্নহত্যার করেছেন। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করি। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।