সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে একটি আগ্নে অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ মোজাহের উদ্দিন প্রকাশ রাজিব (৩৩) নামে ঔই জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান,গ্রেফতারকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য তার বিরুদ্ধে ডিএমপি মতিঝিল থানায়, সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে এবং রাজশাহী পুটিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রয়েছ ও সীতাকুণ্ড থানায় অস্ত্র মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।