সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই

ছবি: সিপ্লাসটিভি.নিউজ
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দুপুর দেড়টার সময় উপজেলার সীতাকুণ্ড পৌরসভার ২নং ওয়ার্ডের পহ্নিছিলা এলাকার মাস্টার পাড়া গ্রামের চুট্টু সওদাগরের বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

আগুনে ৪টি বসতঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান স্থানীয়রা।  এতে আনুমানিক ১১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন নিভাতে সহায়তা করা সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের চেয়ারম্যান ফজল করিম জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। ধারণা করা হচ্ছে রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুনো ৪টি ঘর পুড়ে একেবারে ছাই হয়ে যায়।

এদিকে আগুনের বিষয়ে জানতে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসে ফোন করেও কারো বক্তব্য পাওয়া যায়নি।