সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকা থেকে ইয়াবাসহ যুবক আটক

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে তিনশত পিস ইয়াবা সহ মোঃ পারভেজ ( ৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত পৌনে ১১টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ মহাসড়কের পাশে ব্র্যাক ব্যাংককের সামনে থেকে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই সামিউর রহমানের নেতৃত্বে পুলিশ পারভেজকে আটক করে। সে ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাসনাবাদ গ্রামের মোল্লা বাড়ির মোঃ নুরুন্নবী’র পুত্র।

পুলিশ জানায়, মাদামবিবিরহাট এলাকায় ইয়াবা পাচার করার উদ্দেশ্য পারভেজ সড়কের পাশে অপেক্ষায় আছে এমন গোপন সংবাদের সূত্রে ওই স্থানে গিয়ে তাকে আটক করা হয়। তার শরীর তল্লাশী করে প্যান্টের পকেটে পলিথিনে মুড়ানো তিনশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৯০ হাজার টাকা। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই সামিউল বলেন, গোপন সংবাদের সূত্রে আমরা পারভেজকে আটক করতে গেলে সে পালিয়ে যাওয়ায় চেষ্টা করে, দৌঁড়ে তাকে ধরে তল্লাশী করলে তিনশ পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবাসহ আটক আসামীকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top