সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর গ্রামের জেলে পাড়ায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
আগুনে ৭টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে জেলেদের জাল, নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার গহনা পুড়ে যায়। যার ক্ষতি আনুমানিক ৬০/৭০ লাখ টাকা বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। বিজয় দাস বলেন, গভীর রাতে যখন পুরো গ্রামবাসী গভীর ঘুমে আছন্ন ঠিক তখন আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে আমাদের পাড়ার ৭টি ঘর একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের টিম এবং স্থানীয় এলাকাবাসী আগুন নেভাতে এগিয়ে আসে। তবে আগুনের সুত্রপাত কিভাবে তা জানাতে পারেননি কেউ। ধারণা করা হচ্ছে বিদ্যুতিক সর্ট সার্কেট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। আগুনে ক্ষতিগ্রস্তরা হচ্ছে পুলিন জলদাশ, ঝরনা রানী দাস, নন্দলাল দাস, সজল দাস, জীবন দাস, অসীম দাস, খোকন দাস। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুম ও মাঈন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, মির্জানগর জেলে পাড়ার মানুষগুলো নীরহ এবং গরীব, আগুনে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে।
আগুনে তাদের জীবিকা নির্বাহের সম্বল জালসহ নগদ টাকা-পয়সা পুড়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে এবং সরকারীভাবে যত রকমের সহযোগিতা প্রয়োজন তা করবো।