সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ইয়াবাসহ যুবক আটক

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ৫শত পিস ইয়াবাসহ মং চাকমা (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত পৌনে ৯টার সময় উপজেলার ভাটিয়ারী এলাকার একটি বাস কাউন্টারের সামনে থেকে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই সামিউর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে।

সে কক্সবাজার জেলার উখিয়া থানার পালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাতার বুনিয়া গ্রামের অং চাই প্রু চাকমার ছেলে।ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই সামিউল বলেন, গোপন সংবাদের সূত্রে ভাটিয়ারী এলাকায় রাস্তার পশ্চিম পার্শ্বে একটি বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা যুবককে আটক করি। তার শরীর তল্লাশি করলে ৫শত পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মুল্য দেড় লক্ষ টাকা। মং চাকমা ইয়াবাগুলো দেশের অন্য জায়গায় পাচার করার জন্যে বাস কাউন্টারে এসেছিল।

ইয়াবাসহ তাকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top