সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ শওকত আলী জাহাঙ্গীর ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে শওকত আলী জাহাঙ্গীরকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা শেষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় স্কুল মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মোঃ শওকত আলী জাহাঙ্গীর। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার তাজমেরী খাতুন, হারুন আল রশিদ, স্কুলের প্রধান শিক্ষক অতুল চন্দ্র নাথ, আর আর টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এসকান্দর মিয়া,বীর মুক্তিযুদ্ধা আব্দুল মোতালেব, ইউপি সদস্য সফিউল আলম, কামরুল আলম, নাজমুল হোসেন, কোহিনুর মাহবুব, আ.লীগ নেতা আব্দুর বারেক সওদাগর, আবু তাহের, উত্তর জেলা ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন চৌধুরী আদিল, ওমর ফারুক চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।