সি পি এস নির্বাচনে বাসব সভাপতি অরুণ চক্রবর্তী,সাধারণ সম্পাদক

সভাপতি অরুণ চক্রবর্তী,সাধারণ সম্পাদক।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি: জাকজমকপূর্ণ ভাবে বিপুল উৎসাহ উদ্দীপনায় দেশের ২য় বৃহত্তর আলোকচিত্র সংগঠন ‘চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি’র ২০২৩-২০২৪ দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম এ সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৩ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাস্থ কে.সি. দে সড়কের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম এ ১৫ সদস্য বিশিষ্ট এ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন।

সভাপতি হিসেবে বাসব শীল ,সহ-সভাপতি এম. এ. মোনায়েম বাপ্পী ও হাবিবুর রহমান চৌধুরী মিঠু ,সাধারণ সম্পাদক অরুণ চক্রবর্তী ,যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্চয়ন চৌধুরী ,অর্থ সম্পাদক শেখ আবদুল্লাহ মেরাজ মন্টু  সাংগঠনিক সম্পাদক কে. ইউ. মাসুদ ,প্রদর্শনী সম্পাদক শাওন চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মুরশেদ আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়),তথ্য ও পাঠাগার সম্পাদক শাহজাহান চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

নির্বাহী সদস্য হিসেবে অনুজ কুমার বড়ুয়া (বিগত কমিটির সভাপতি-পদাধিকার বলে ১নং নির্বাহী সদস্য), সুমী মল্লি ,রবীন্দ্র চৌধুরী রবি ,মোহাম্মদ আলমগীর ও রাজিব চৌধুরী।

নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন দেবপ্রসাদ দাস দেবু। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সামছুদ্দোহা সওগাত ও রহমত উল্লাহ স্বপন।

ভোট গণনা শেষে বিদায়ী কমিটির সভাপতি অনুজ কুমার বড়ুয়া এ নির্বাচনে যারা প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন এবং যারা প্রতিটি পদে স্বল্প ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ঐতিহ্যবাহী সংগঠন সিপিএস কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রেখে  এবং সবার সন্মিলিত প্রচেষ্টায় ‘সিপিএস’ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। তিনি আনন্দময় এ নির্বাচনকে ঘিরে ভোট প্রদানের জন্য যে সকল সন্মানিত আজীবন ও সাধারণ সদস্যগন স্বতঃস্পুর্ত অংশগ্রহণ করেছেন তাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।