অবশেষে সিলেটে বিভাগীয় সমাবেশেরঅনুমতি পেয়েছে বিএনপি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিলেটের রেজিস্ট্রি মাঠে নেতা-কর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। ইতোমধ্য কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন।
সকালে সমাবেশের অনুমতির বিষয়টি সাংবাদিকদের জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (এসএমপি) গোলাম কিবরিয়া সমাবেশের অনুমতির বিষয়টি জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে।
বিএনপির এই দুই নেতা সকাল ৯টা ৩৩ মিনিটে পুলিশ কমিশনারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তখন সমাবেশের বিষয়টি নিশ্চিত করে এসএমপি।