প্রেস বিজ্ঞপ্তি: সিলেটের সুনামগঞ্জের বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ‘দুষ্টু মিষ্টি ভালবাসা’ নামের একটি গ্রুপ।
শনিবার (২৫শে জুন) গ্রুপের সদস্য প্রবাসী রাব্বি মজুমদার, প্রবাসী আর কে রাকিব চৌধুরী ও মায়েশা ইসলাম তিথির আর্থিক সহায়তায় ৫ শত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গ্রুপের সদস্য বাপ্পি, রাকিব চৌধুরী, জি কে ভাই, মিথিলা রহমান ও সাজনিন আক্তার সাজ সহ প্রমুখ।