
কক্সবাজার ব্যুরো: সিলেটে বন্যার্তদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সিলেটে ছুটে গেলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সংগঠনের জেলা সভাপতি এস এম সাদ্দাম হোসাইন জেলার পক্ষ থেকে মানবিক উপহার হিসেবে সিলেট জেলা ছাত্রলীগের কাছে ৫০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।
এর আগে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশে খাদ্য সামগ্রী নিয়ে মঙ্গলবার (২১ জুন) ভোরেই এস এম সাদ্দাম হোসাইন কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি ত্রাণ সমন্বয়ক টিম গঠন করে সিলেটের বন্যা কবলিত এলাকা হবিগঞ্জের উদ্দেশ্যে ছুঁটে যায়।
হবিগঞ্জে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।
পরে খাদ্য সামগ্রী বিতরণের সময় অংশ নেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা এস এম রিয়াদ হাসান, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদকদ্বয়, মৌলবীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক সভাপতি, রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ অন্যান্য জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।
প্রাথমিকভাবে মঙ্গলবার হবিগঞ্জের প্রত্যন্ত গ্রামে ৩০০ পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌছানো হয়েছে।
বুধবার (২২ জুন) আরো ২০০ জন পানিবন্দী পরিবারের মাঝে কক্সবাজার জেলা ছাত্রলীগের ত্রাণ পৌছাবে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ।
মূলত যে সমস্ত গ্রামে একেবারেই কোনো প্রকার ত্রাণ সহায়তা এখনো পৌছেনি তাদেরকে শনাক্ত করে সুষম বন্টণ করার উদ্দেশ্যে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয় বলে জানান কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।
সিলেটবাসীর পাশে দাঁড়াতে দেশব্যাপী ছাত্রলীগের মানবিকতাকে ইতিবাচক সাড়া জাগাবে বলে ধারণা সচেতন মহলের।