সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ২৪

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মির্জা আজম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ জন।

শনিবার (১১ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকাল সাড়ে ৯টায় দগ্ধ মির্জা আজম চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে মারা যান। দুর্ঘটনায় তার শরীর ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহত আজম সিদ্দিকবাজারে ‘বাংলাদেশ সেনেটারি’ নামে একটি দোকানে চাকরি করতেন। ঘটনার সময় দোকানে ছিলেন তিনি। এরপর তাকে দ্রুত চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

নিহতের চাচা আবুল বাসার জানান, পটুয়াখালী জেলার বগা এলাকার শাজাহান মিয়ার ছেলে আজম। তার স্ত্রীর নাম মিম। স্ত্রী, এক সন্তান নিয়ে তিনি মগবাজার মধুবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

উল্লেখ্য, গত ৭ মার্চ বিকেলে রাজধানীর নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের সাত তলা ভবনে বিস্ফোরণ ঘটে। ভবনে থাকা বিভিন্ন দোকানের কর্মচারীদের পাশাপাশি সামনে রাস্তায় থাকা যানবাহনের যাত্রী ও পথচারীরা হতাহত হন।