সিআইইউ-এইচআরএম সোসাইটি’র উদ্যোগে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘প্যানেল বিটার্স’ অনুষ্ঠিত

সিআইইউ-এইচআরএম সোসাইটি” এর উদ্যোগে 'প্যানেল বিটার্স' নামে একটি আন্তঃ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি: পড়ালেখার পাশাপাশি সৃষ্টিশীল এবং উদ্ভাবনী কাজেও পিছিয়ে নেই তারুণ্যমুখর শিক্ষা প্রতিষ্ঠান চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদেরকে এগিয়ে রাখার জন্য গড়ে তুলেছে নানা ক্লাব এবং সংগঠন।

এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং কর্পোরেট সেক্টরের জন্য নিজেদের তৈরি করার লক্ষে “সিআইইউ-এইচআরএম সোসাইটি” এর উদ্যোগে ‘প্যানেল বিটার্স’ নামে একটি আন্তঃ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) নগরীর জামালখানস্থ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অডিটোরিয়ামে দুই এই প্রতিযোগিতা অনু্ষ্ঠিত হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন কর্মশালা, গ্রুপ ডিসকাশন এবং কেস স্টাডি আলোচনার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

তিনদিনব্যাপি এই ইভেন্টে মোট ২৪ জন প্রতিযোগী অংশ নেই। যেখানে প্রথম রাউন্ড থেকে বাছাই করে ৯ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে। আর জমজমাট ফাইনাল রাউন্ড থেকে ২জন রানার্সআপ এবং ১জন চ্যাম্পিয়ন নির্বাচিত হয়।

এখানে বিচারক হিসেবে চট্টগ্রামের খ্যাতনামা তরুণ উদ্যোক্তা এবং শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানও অংশ নেই। আর মিডিয়া পার্টনার হিসেবে ছিলো চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল সিপ্লাস টিভি।