সালাহউদ্দিনকে দেশে আনা সরকারের দায়িত্ব: ফখরুল

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: ভারত থেকে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

এর আগে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা থেকে ২৮ ফেব্রুয়ারি শিলংয়ের জজ আদালতে বেকসুর খালাস পান সালাহউদ্দিন আহমেদ। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, সালাহউদ্দিন আহমেদকে মুক্ত অবস্থায় দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

সালাহউদ্দিনকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তাকে বিনা কারণে অন্যায়ভাবে দীর্ঘ আট বছর ভারতে কারাগারে এবং নজরবন্দি অবস্থায় কাটাতে হয়েছে। তাকে ভারতের আদালত বেকসুর খালাস দেওয়ার পর দেশে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের।

ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে অবিলম্বে আমাদের মাঝে ফেরত চাই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকারের নির্যাতন, নিপীড়ন ও হামলা-মামলার অন্যতম শিকার সালাহউদ্দিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী ছাত্র ছিলেন। ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও কেন্দ্রীয় সংসদের এককালীন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি আইনজীবী ছিলেন, এক সময় বিচারক ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব ছিলেন, এমপি-মন্ত্রী ছিলেন। তার বর্ণাঢ্য জীবনে কোনো কালিমা লাগেনি।

বিএনপি মহাসচিব বলেন,আট বছর যাবত ভারতে মিথ্যা মামলা মোকাবিলা করে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হয়েছে সালাহউদ্দিন। ভারতের আদালতে তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত করে বিচারের সম্মুখীন করা হয়। সালাহউদ্দিন আহমেদ বিচারিক আদালত ও আপিল আদালতের রায়ে বেকসুর খালাস পেয়েছেন। তার খালাসের রায়ের মাধ্যমে এটি প্রমাণিত যে, সালাহউদ্দিনকে বাংলাদেশ সরকার চক্রান্ত করে নির্যাতন ও হয়রানি করেছে।

এম ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অন্য নেতাকর্মীদের বিষয়ে দলের বক্তব্য জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা বহু সংবাদ সম্মেলন, বহু রাজনৈতিক কর্মসূচি, মাঠের কর্মসূচি, হরতাল-অবরোধ কর্মসূচি পালন করেছি। আমরা ইলিয়াস আলীসহ গুম হওয়া আমাদের নেতাকর্মী যারা আছেন, তাদের জন্য সব সময় উদ্যোগ নিচ্ছি, বিশ্বজনমত তৈরি করেছি।

মির্জা ফখরুল বলেন, আমরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।