রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ভোলার বাপের বাড়ি এলাকার দেশ ও প্রবাসীরা যৌথভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপ খুলেন। সে গ্রুপের উদ্যোগেই নেয়া হচ্ছে সামাজিক স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম। এর অংশ হিসেবেই এবার ৬০ লাখ টাকা ব্যয়ে একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে। যেটি এতদ অঞ্চলের ২০০ বছরের স্বপ্ন ছিলো। এতে উচ্ছ্বসিত পুরো এলাকার মানুষ।
জানা যায়, প্রায় দেড়শো পরিবার নিয়ে গঠিত পোমরা ভোলার বাপের বাড়ি। এই বাড়ির লোকজন যুগ যুগ ধরে দূরের মসজিদে গিয়ে নামাজ আদায় করতো। গত ৫ বছর আগে এই এলাকার বাহরাইন প্রবাসী হাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং সারজাহ প্রবাসী হাজী নুরুল আলম নুরু যৌথভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুতে একটি গ্রুপ খোলেন। সেখানে ওই এলাকার দেশ ও প্রবাসীদের যুক্ত করেন তারা। এই গ্রুপের উদ্যোগেই গত দুই মাস আগে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। পরবর্তীতে তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রফেসর মো. আনোয়ার এবং মৃত আবু ছৈয়দ, মৃত আমিরুজ্জামান সওদাগর ও মৃত নজির আহমদের পরিবারের সদস্যরা মসজিদের জন্য কোন দাবী ছাড়াই ৭ শতক জায়গা দান করেন। এই জায়গাতেই পোমরা ভোলার বাপের বাড়ি বাইতুল মামুর জামে মসজিদ নামে একটা মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়। গত দু’মাসের ব্যবধানে প্রায় ৩ হাজার বর্গফুট আয়তনের এই মসজিদটির ছাদ পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মসজিদের ছাদ ঢালাই করা হয়। এদিন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফটিকছড়ির ছৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মছিহুদৌলা (মা.)। এসময় পোমরা ইউপি চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মসজিদ নির্মাণ কাজ দ্রুত শেষ করা সহ সামাজিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান পীরে ত্বরিক্বত ছৈয়দ মছিহুদৌলা (মা.)। শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সকল এলাকাবাসী ও প্রবাসীদের জন্য বিশেষ দোয়া করেন তিনি।