লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার অভিযোগে প্রায় বছরখানেক আগে উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি পদ থেকে আকতার কামাল পারভেজকে অব্যাহতি দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। দীর্ঘদিন পরে তা উঠিয়ে নিয়ে তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দলটি।
রোববার (১২ মার্চ) সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাধারণ ক্ষমার বিষয়টি উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় আওয়ামী লীগের জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড ও গঠনতন্ত্রের শৃঙ্খলা ভঙ্গ না করা শর্তে আকতার কামাল পারভেজকে প্রাথমিকভাবে ক্ষমা করা হয়েছে। ভবিষ্যতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তা ক্ষমার অযোগ্য বলে গণ্য করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে তিনি কী স্বপদে বহাল থাকবেন কিনা সে রকম কিছু পত্রে উল্লেখ করা হয়নি।
জানা যায়, গত ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আকতার কামাল পারভেজ বিদ্রোহী প্রার্থী হয়ে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। যেখানে প্রচুর গ্রহনযোগ্যতা থাকা সত্ত্বেও সামান্য ব্যবধানে পরাজিত হন তিনি। নির্বাচনে হেরে গেলেও ভোট কারচুপির অভিযোগ ছিলো লোকেমুখে। ওই সময় ‘জনতার চেয়ারম্যান’ নামেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন এই নেতা।
ঐ সময় দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে উপজেলা কমিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিলো। পরে আজ রবিবার ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রে তাকে সাধারণ ক্ষমার বিষয়টি উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সাধারণ ক্ষমা ঘোষণা করায় খুশি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আকতার কামাল পারভেজ।
মুঠোফোনে আবেগাপ্লুত কণ্ঠে তিনি সিপ্লাসকে বলেন, “দলের হারানো পদ ফিরে পেয়ে আমি আনন্দে আত্বহারা। কারণ, আমি আওয়ামী লীগের একজন তৃণমূলের কর্মী। আমার নেত্রীর বিশাল মন তাই তিনি আমার ভুল-ক্রটি করে ঘরের ছেলে ঘরে ফেরার সুযোগ করে দিয়েছে। আমি নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামীতে দলের স্বার্থে যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ইনশাআল্লাহ।”
এদিকে দল থেকে সাধারণ ক্ষমার বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ সিপ্লাসকে বলেন, “হ্যাঁ, দল থেকে তাকে সাধারণ ক্ষমা করা হয়েছে। আমরা দলের পক্ষ থেকে চিঠি পেয়েছি। তবে এখনো উনি আগের পদে বহাল থাকবেন কিনা সে ব্যাপারে কোন নির্দেশনা পাইনি। কেন্দ্রের সাথে আলাপ করে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো।”