সাদ’র পোস্টার থেকে প্রধানমন্ত্রী’র ছবি সরানোর নির্দেশ

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রংপুর সদর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদের নির্বাচনি পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরানোর নির্দেশ দিয়েছেন রিটার্নিং অফিসার। পাশাপাশি প্রয়াত জাপা চেয়ারম্যান এরশাদসহ তিন নেতার ছবি ও পোস্টার সরানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রচারণার সময় মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে শোডাউন না করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিএম শাহাতাব উদ্দিন নির্দেশনা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৫ অক্টোবর রংপুর সদর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রার্থীরা এখন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

রবিবার জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহারিয়ার অভিযোগ করেন, জাতীয় পার্টির প্রার্থী শাদ এরশাদ নির্বাচনি পোস্টারে জাপার প্রয়াত চেয়ারম্যান এরশাদের ছবি ব্যবহার করেছেন, যা আচরণবিধির লঙ্ঘন। অপরদিকে জনসংযোগের সময় শাদ এরশাদ মোটরসাইকেলের বিশাল বহর ও গাড়ির শোভাযাত্রা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে বিএনপি প্রার্থী রিটা রহমান একই ধরনের অভিযোগ করেছেন। তিনি রবিববার নগরীর গ্রান্ড হোটেল মোড় এলাকায় জনসংযোগ করার সময় গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন, তাকে নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। ডিবি পুলিশ পরিচয়ে তাকে সভা সমাবেশ করতে নিষেধ করা হচ্ছে। অথচ জাতীয় পার্টির প্রার্থী শাদ এরশাদ তার নির্বাচনি পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাপার প্রয়াত চেয়ারম্যান এইচএম এরশাদ, জাপার কো-চেয়ারম্যান রওশন এরশাদ, জাপা চেয়ারম্যান জিএম কাদের ও জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গার ছবির সঙ্গে তার ছবি লাগিয়ে পোস্টার বানিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন। একইসঙ্গে মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে জনসংযোগ করছেন। অথচ তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

পরে বিএনপি প্রার্থী রিটা রহমান আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জানান।

এ বিষয়ে রিটা রহমান বলেন, আমি লিখিত অভিযোগ দিয়েছি। এখন রিটার্নিং অফিসারের দায়িত্ব বিষয়টি দেখার।

অন্যদিকে জাপার বিদ্রোহী প্রার্থী আসিফ শাহারিয়ার বলেন, আমি বলেছি, প্রশাসন বিষয়টি দেখবে। প্রয়োজনে আমিও লিখিত অভিযোগ দেবো।

সার্বিক বিষয়ে জানতে সোমবার দুপুরে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন অফিসার জিএম শাহাতাব উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিএনপি প্রার্থীর লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি এবং জাপা প্রার্থীকে ওইসব পোস্টার অপসারণের আদেশ দিয়েছি। একইসঙ্গে মোটরসাইকেল ও গাড়ির শোডাউন না করারও নির্দেশ দিয়েছি।

তিনি আরও জানান, ইতোমধ্যে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তারা বিষয়টি দেখছেন। যদি জাপা প্রার্থী পোস্টার অপসারণসহ শোডাউন বন্ধ না করেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর করতে কোনও অন্যায় আচরণের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।