সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রাম সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে (৯ ডিসেম্বর) ৯ বছরের সাজা প্রাপ্ত ১ জন ও ২বছর করে সাজা প্রাপ্ত ২ জন ,জিআর-সিআর পরোয়ানাভুক্ত আসামী সহ মোট ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ অফিসার মোঃ শিবলী নোমান এর দিক নির্দেশনায় ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, সাতকানিয়া থানার মামলা নং-১৯(১০)১২ জিআর নং-২৪৬/১২ এর ২ বছরের সাজা প্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী সরোয়ার কামাল(৪৪), পিতা-দানু মিয়া, সাং-মধ্যম চরতী, থানা-সাতকানিয়া,জেলা-চট্টগ্রাম।
এসআই মোঃ মাজহারুল ইসলাম সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-১৯(১০)১২ ধারা- ৩৩২/৩৫৩ পেনাল কোড এর ২ বছরের সাজা প্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী নুর কামাল (৪২), পিতা-দানু মিয়া, সাং-মধ্যম চরতী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করেন।
এসআই মোঃ মমিন হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-১৯(১০)১২ জিআর নং-২৪৬/২০১২ এর ৯ বছরের সাজা প্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী মোঃ লেয়াকত আলী (৪৬), পিতা-দানু মিয়া, সাং-মধ্যম চরতী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’ কে গ্রেফতার করেন।
এসআই মোঃ রাজু আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-১৩(০৭)১৯, জিআর-১৩৯/১৯, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) পরোয়ানাভূক্ত আসামী মোঃ আব্দুল ওয়াজেদ প্রকাশ ওয়াহেদ আলী(৩২), পিতা-মোঃ কচি প্রকাশ বদন আলী প্রকাশ বাদন্না, সাং-এওচিয়া, ছড়ারকুল, মহিলা মেম্বারের বাড়ী, ৪নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’ কে গ্রেফতার করেন।
এএসআই মোঃ নিজাম মিয়া বন মামলা নং-২৩১/১০, ধারা-বন আইনের ২৬(১-ক) এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ মোক্তার হোসেন(৩০), পিতা-আবদুল মোনাফ, সাং-পূর্ব মাহলিয়া, চিতারমুড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’ কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।