সাতকানিয়া পুলিশের হাতে নারী মাদক কারবারি গ্রেফতার

বিবি সাহারা প্রকাশ সারা(২১)।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা সহ ১ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সাতকানিয়া সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান এর নির্দেশে ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসিন আরাফাত এর নেতৃত্বে এসআই মোঃ ছালামত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া (১০ ফেব্রুয়ারী) ৬.৩০টার সময় সাতকানিয়া থানাধীন সদর ইউপিস্থ ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন,বিবি সাহারা প্রকাশ সারা(২১), পিতা-আব্দুল ছালাম, মাতা-রহিমা বেগম, স্বামী- শাহজাহান, স্থায়ী: গ্রাম- পূর্ব কলাউজান (মিয়াজী বাড়ী, ৮নং ওয়ার্ড, এ/পি-পহরচাঁদা, গাবতল, মাইল্লাপাড়া, আব্দুল ছালামের বাড়ী, ৮নং ওয়ার্ড, পুটিবিলা ইউপি, থানা- লোহাগাড়া, জেলা -চট্টগ্রাম।

এই সংক্রান্তে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। এবং গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।