লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ জিআর-সিআর পরোয়ানা ভুক্ত ৭ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান এর নির্দেশে ও থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে ১৭ মার্চ থানা পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে এসব সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন,১. মোঃ মাসুদুল আলম চৌধুরী (৩৯), পিতা- রফিক চৌধুরী, সাং- বাজালিয়া, ৬নং ওয়ার্ড, থানা- সাতকানিয়া,২.মোঃ সেলিম (৪০), পিতা-এজাহার মিয়া, সাং-ছোট ঢেমশা ফকির পাড়া, ৬নং ওয়ার্ড, ৩.মোঃ মোরশেদ আলম, পিতা-মৃত আমিনুর রশিদ, সাং-রমজ্জার বাড়ী, ছোট ঢেমশা, ডাকঘর-করইয়ার নগর, সাতকানিয়া, ৪.মোঃ আবদুল্লাহ (১৯), পিতা-জামাল উদ্দিন, মাতা-নাছিমা আক্তার, সাং-আশেকের পাড়া, ৯নং ওয়ার্ড, সাতকানিয়া পৌরসভা,৫. মোঃ রফিকুল ইসলাম, পিতা-আহমদ হোসেন, সাং-মালেক মেম্বার বিল্ডিং (৩য় তলা), রাস্তার মাথা, দেয়ানীহাট, থানা- সাতকানিয়া,৬. আনোয়ার হোসেন, পিতা- আবুল কাশেম, সাং- ছমদর পাড়া, থানা- সাতকানিয়া,৭.এনামুল হক, পিতা- মৃত খায়ের আহমদ, সাং- উত্তর ছদাহা, (ফজর বর বাড়ী), ১নং ওয়ার্ড, থানা- সাতকানিয়া।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।