সাতকানিয়া পুলিশের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৩

ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ১৮০০ ( এক হাজার আট’শ) পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি কে গ্রেফতার করেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে থানায় কর্মরত এসআই মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ (৩১ জানুয়ারি) সাতকানিয়া থানাধীন সদর ইউপিস্থ ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে চেকপোস্ট বসিয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন,মনোয়ারা আক্তার মনি (২৬), পিতা-মৃত জালাল আহম্মদ, মাতা- গুলতাজ বেগম, স্বামী- রিফাত উদ্দিন, স্থায়ী: গ্রাম- থাইংখালী (ঘোনার পাড়া), ৪নং ওয়ার্ড, থানা- উঁখিয়া, জেলা –কক্সবাজার। আব্দুল করিম (৩১), পিতা-মৃত সুলতান আহাম্মদ, মাতা-তাহেরা বেগম ,স্থায়ী: সাং- মোছনিয়া নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-ই, শেড নাম্বার- ৯৫২, রুম নং- ০৩, মাঝি- আব্দুল মোন্নাফ, থানা- টেকনাফ, জেলা –কক্সবাজার। মোঃ শাহিন(২৭), পিতা-জালাল আহাম্মদ, মাতা-নুর বেগম , স্থায়ী: সাং- মোছনিয়া নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-এইচ, শেড নাম্বার- ৬৮৯, রুম নং- ০২, মাঝি- মোঃ সেলিম,) , থানা- টেকনাফ, জেলা -কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।