সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রাম সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা সহ ১ জন মাদক ব্যবসায়ী, জিআর সাজা পরোয়ানা ভুক্ত ৫ বছরের সাজাপ্রাপ্ত ২ জন আসামী এবং ১ জন জিআর পরোয়ানা ভুক্ত আসামী সহ সর্বমোট ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
(৩ মার্চ) ০২:১০ টার সময় সাতকানিয়া সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান এর দিক নির্দেশনায় ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে এসব আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১০নং কেওচিয়া ইউপিস্থ জনার কেওচিয়া স্থান বটতল জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে ৮০০ (আটশত) পিস ইয়াবা সহ মোঃ ইদ্রিস (৩৯), পিতা- মৃত ছালে আহম্মদ, মাতা- লায়লা বেগম, সাং- ছোট ঢেমশা (ফকির পাড়া), ৬নং ওয়ার্ড, ১৫নং ছদাহা ইউপি, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।
বিভিন্ন মামলায় পরোয়ানা ভুক্ত আসামীরা হলেন, ১.মোঃ আবদুল মান্নান, পিতা-মৃত মুন্সি মিয়া, সাং-চরখাগরিয়া, চেয়ারম্যান পাড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম। ২.মোঃ নুর মোহাম্মদ, পিতা-মৃত কবির আহম্মদ,সাং- চরখাগরিয়া, মহাজন বাড়ী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম। ৩.আহামদ হোসেন, পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-খাগরিয়া, মোহাম্মদ আলী, ৪নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া,জেলা- চট্টগ্রাম।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।