সাতকানিয়া কৃষি জমির টপসয়েল কাটায় ৪ জনকে কারাদন্ড

সাতকানিয়া কৃষি জমির টপসয়েল কাটায় ৪ জনকে কারাদন্ড দেওয়া হয়
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

লোহাগাড়া-সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের অন্তর্গত বারদোনা এলাকা থেকে অবৈধভাবে কৃষি জমির মাটি (টপসয়েল) কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

রবিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

দন্ডপ্রাপ্তরা হলেন মোঃ মিনহাজ উদ্দিন (১৯), মোঃ কফিল উদ্দিন (২২), মোঃ হানিফ (২২) ও মোঃ নাজিম উদ্দিন (৩৫)।

মোবাইল কোর্টে সহযোগিতা করেন পুলিশ, আনসার, এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।