সাতকানিয়ায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতকানিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার ৩।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া কেরাণীহাট স্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও RAB- 7 এর সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৯৩ বোতল ফেন্সিডিল, এবং মাদক বিক্রয়ের নগদ-৩১,৫০০ টাকা সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন।

শুক্রবার (১৭ মার্চ) ৫.১০ টার সময় কেরাণীহাট বাজারস্থ সিটি সেন্টারের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর এবং সিটি সেন্টারের ২য় তলায় সি-৩৩নং দোকানের ভিতরে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মামুনর রশিদ (২২), পিতা- আবুল কাছিম, মাতা- নুর জাহান, সাং- দক্ষিণ মিঠাছড়ি, ২নং ওয়ার্ড, পশ্চিম উমখালী ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার।মিনহাজুর রহমান মিনহাজ (২৩), পিতা- মৃত নজরুল ইসলাম, মাতা- জয়নব বেগম, সাং- বোয়ালিয়া পাড়া, ৭ নং ওয়ার্ড, সাতকানিয়া পৌরসভা, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম। শহর মুলুক রাশেদ (৪৩), পিতা- মৃত কালা মিয়া, মাতা- হাজরা বেগম, সাং- চৌকিদার বাড়ী, ঢেমশা ইউপি, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।