সাতকানিয়ায় পাহাড় ও কৃষি জমির টপসয়েল কাটায় মোবাইল কোর্টের জরিমানা ও কারাদণ্ড

সাতকানিয়ায় পাহাড় ও কৃষি জমির টপসয়েল কাটায় মোবাইল কোর্টের জরিমানা ও কারাদণ্ড।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর,ছদাহা,পশ্চিম ঢেমশা,এওচিয়া এলাকায় রাতের অন্ধকারে অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির টপসয়েল কাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

(৫ মার্চ) দিবাগত রাত ২.৩০ টায় উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত সিদ্দিকী।

এসময় পশ্চিম গাটিয়াডাঙ্গা, এওচিয়া এলাকায় অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির টপসয়েল মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় তিন জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও এক জনকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। কারাদন্ড প্রাপ্তরা হলেন মোঃ মুজাম্মেল (৩০), মোঃ এমরানুল হক (২০) ও আব্দুল আজিজ (২০)। অর্থদন্ড প্রাপ্ত হলেন আব্দুল জাহের (৪৮)। প্রত্যেকেই সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

মোবাইল কোর্টে সহযোগিতা করেন পুলিশ, আনসার, গ্রামপুলিশ সদস্যবৃন্দ ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।