সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রাম সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ১১০০ ( এক হাজার একশ) পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ী এবং জিআর পরোয়ানাভুক্ত ১ জন আসামী সহ সর্বমোট ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান এর নির্দেশনায় ও অফিসার ইনচার্জ ইয়াসিন আরাফাত এর নেতৃত্বে (১৯ ফেব্রুয়ারী) ১০.৩০ টার সময় সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ মমিন হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া কেরানীহাট নামক স্থানের হোটেল মেহফিল এর সামনে কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে মাদক ব্যবসায়ী আসামী মোঃ মুসা (২৫), পিতা- আছের আলী, মাতা- নুরুন্নাহার বেগম, সাং- কালিয়াকান্দা পাড়া (হাজি বাড়ি), ৩নং ওয়ার্ড, ৯নং কালিয়াকান্দাপাড়া ইউপি, থানা- সিরাজগঞ্জ সদর, জেলা- সিরাজগঞ্জ। জালাল খান (৩০), পিতা- বেলায়েত খান, মাতা- মমতাজ, সাং- রুহিতলা বুনিয়া, ৪নং ওয়ার্ড, ৬নং নাজিরপুর ইউপি, থানা- নাজিরপুর, জেলা- পিরোজপুর‘দ্বয়ের হেফাজত হইতে ১১০০ (এক হাজার একশ) পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।
এএসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করিয়া জিআর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ সেলিম, পিতা-মৃত ইসলাম মিয়া, সাং-উত্তর মাহালিয়া, বাজালিয়া ইউনিয়ন, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।