সাতকানিয়ায় ইটভাটাকে লাখ টাকা জরিমানা

সাতকানিয়ায় ইটভাটাকে লাখ টাকা জরিমানা।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইটভাটায় কয়লার পরিবর্তে অবৈধভাবে কাট ব্যবহার করার দায়ে ৩ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

১৪ মার্চ দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এসময় কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার করার জন্য সাতকানিয়া উপজেলার ফোর বিএম ব্রিকফিল্ডকে ১ লাখ টাকা এবং সৈয়দ মক্কী ব্রিকস কে ২.৫ লাখ টাকা জরিমানা করা হয়। এরপর এইচ বি এম ব্রিক ফিল্ডের মালিক মো: ইকবালকে ইটভাটার পাশের কৃষিজমি হতে টপসয়েল কর্তনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত।

পরিবেশ রক্ষায় আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।