সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে মিঠার দোকান এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
আজ সোমবার (২৬ ডিসেম্বর ২০২২ইং) সকাল ১০টায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসকের ইট পুড়ানো লাইসেন্স ব্যাতিত অবৈধভাবে সনাতন পদ্ধতিতে চিমনি দ্বারা ইট পুড়ানো কার্যক্রম পরিচালনা করার অপরাধে M.T.M নামে একটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক জনাব নুর হাসান সজীব।
এছাড়াও অভিযানে সার্বিক সহযোগিতা করেন সাতকানিয়া থানার এসআই সামছুদৌহা সহ পুলিশের একটি টিম ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্ণায়েন।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।