আনোয়ারা প্রতিনিধি :সাগরে মাছ ধরতে গিয়ে জাহাজের ধাক্কায় নৌকা ডুবিতে মাঝি সহ দুইজন নিখোঁজ ও আহত তিন জেলে।
মঙ্গলবার (২৬ জুলাই) মধ্যরাতে এ দূর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার মৃত ছৈয়দ নুরের পুত্র মোঃ হারুন (৪০) ও পেকুয়া উজানটিয়া এলাকার আবু ছৈয়দের পুত্র মোঃ রশিদ (৩৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শী সুত্রে জানায়, আনোয়ারা উপজেলার উপকূলীয় ঘাট থেকে গত ২৪ জুলাই সকালে একটি নৌকা নিয়ে ৬ জেলে সাগরে মাছ শিকারে যায়।মাছ শিকার শেষে রাতে নৌকায় তাঁরা ঘুমিয়ে পড়লে একটি রাইটার জাহাজের ধাক্কায় দূর্ঘটনার শিকার হয়। এসময় নৌকা থেকে মাঝি সহ ৫ জেলে সাগরে পড়ে যায়। পরে অন্য একটি নৌকা এসে আহত তিনজনকে উদ্ধার করা গেলেও আর বাকী দু’জনকে খুঁজে পাওয়া যায়নি। পরে আহত জেলেকে চিকিৎসার জন্য আনোয়ারা মেডিকেলে পাঠানো হয়।
নিখোঁজের ব্যাপারে আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে বলে জানান নৌকার মালিক মোঃ সিরাজুল ইসলাম।
এবিষয়ে বার আউলিয়া নৌ পুলিশের ইনচার্জ নাছির উদ্দীন বলেন, নিখোঁজ দুই জেলেকে উদ্ধারের জন্য নৌ পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয়রা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে।