সিপ্লাস ডেস্ক: মুশফিকুর রহিম আউট হয়ে সাজঘরে ফেরার সময় পেলেন কড়তালি। অভিভাবদন নিশ্চয়ই ছিল সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের জন্যও, কিন্তু তাদের নিয়ে বেশি থাকলো আফসোস।
দুজনেই পরিস্থিতির দাবি মিটিয়ে খেলেছেন। দুজনেই কাছে গিয়েও পারেননি সেঞ্চুরি করতে। হৃদয় ভেঙেছে সাকিব-তাওহীদ দুজনেরই। বাংলাদেশ অবশ্য পেয়েছে বেশ বড় সংগ্রহ।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ডের সামনে ৩৩৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে এই লক্ষ্য দাঁড় করিয়েছে স্বাগতিকরা। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৩ রান করেছিল।