সাইদুর রহমান সাকিবকে অফিসের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিপ্লাস টিভি থেকে স্থায়ীভাবে বহিস্কার

সাইদুর রহমান সাকিবকে অফিসের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিপ্লাস টিভি থেকে স্থায়ীভাবে বহিস্কার।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

জরুরী বিজ্ঞপ্তি:  সাইদুর রহমান সাকিব অস্থায়ী ভিত্তিতে গত তিন মাস (নভেম্বর ’২২ – জানুয়ারি’২৩)  সিপ্লাস টিভিতে শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু অফিসের শৃঙ্খলা পরিপন্থী নানান কাজে লিপ্ত থাকায় এই সময়ের মধ্যে তাকে বেশ কয়েকবার সাবধান করা হয়।

সর্বশেষ চলতি বছরের ১০ জানুয়ারি তাকে অফিসের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিলো।

কিন্তু ছুটি চলাকালীন সময়ে তার বিরুদ্ধে  আবারো অফিসের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠলে তাকে ২৮ জানুয়ারি সিপ্লাস টিভি থেকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।

জানুয়ারি ১১ তারিখ হতে সিপ্লাস টিভিতে তার কোন সংবাদ প্রচারিত হয়নি।

সাইদুর রহমান সাকিবের সাথে ২৮ জানুয়ারি ২০২৩ থেকে সিপ্লাস টিভির কোন রকমের সম্পর্ক নাই। তার কোনরূপ কর্মকাণ্ডের দায়ভারও সিপ্লাস টিভি নেবে না।

শুধু তাই নয়, সিপ্লাস এর হেড অফিস এবং উপজেলা পর্যায়ে প্রায় ৬০ জনের বেশি কর্মীবাহিনী রয়েছেন কিন্তু কারো কোন অবৈধ কর্মকান্ডের সাথে সিপ্লাস টিভির যুগসূত্র কিংবা সমর্থন নাই এবং থাকেনা। যদি কেউ কারো বিরুদ্ধে অবৈধ কোন কর্মকাণ্ডের প্রমাণ বা তথ্য দিতে পারেন সরাসরি সিপ্লাস টিভির প্রধান সম্পাদক আলমগীর অপুর সাথে ০১৮১৯ ৮৭১ ২২৫ এই নাম্বারে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। প্রয়োজনে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

এছাড়াও সিপ্লাস টিভির কয়েকজন সাবেক কর্মী বর্তমানেও বিভিন্ন জায়গায় সিপ্লাস টিভির কর্মী হিসেবে পরিচয় দিয়ে থাকেন যা আমাদের কাছে তথ্য আছে। তাদেরকেও এই নিউজের মাধ্যমে সতর্ক করা হচ্ছে। পুনরায় এই ধরনের তথ্য পেলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। তাছাড়া কেউ এ ধরনের অবৈধ কোন কাজের সাথে সিপ্লাস টিভির নাম পরিচয় দিয়ে কোন অপকর্ম করলে তাকে বেঁধে রেখে অথবা ছবি তুলে আমাদের অফিসে দেয়ার অনুরোধ রইল।