রাউজান প্রতিনিধি: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জেয়ারতে যাচ্ছেন রাউজানবাসী। আগামী শনিবার( ২ জুলাই) আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশ্য রওনা দিবেন।
এই উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় রাউজান উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, মুছা আলম খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক তপন দে, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ, নাছির উদ্দীন, মো. আরমান সিকদার, মো. ফয়সাল প্রমুখ।
সভায় জানানো হয় ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২ জুলাই ভোর ৬ টায় নগরী এম.এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাব হতে বাস যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জেয়ারতের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে।