সাংবাদিক রুহুল আলম পটুর ইন্তেকাল, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের শোক

রাঙ্গুনিয়া প্রতিনিধি:  রাঙ্গুনিয়া উপজেলার চদ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বুইজ্জার দোকান মালেক সওদাগর বাড়ির বাসিন্দা বিশিষ্ট সাংবাদিক রুহুল আলম পটু (৬৯) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি…. রাজিউন)। বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একইদিন বাদে আসর চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ি মসজিদ মাঠে নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

সাংবাদিক রুহুল আলম পটু আশির দশকে বাংলাদেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক “বাংলার বানী” পত্রিকায় রাঙ্গুনিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া আওয়ামী লীগের চরম দুঃসময়ে দীর্ঘ ১৬ বছর চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাজপথে থেকে নানা আন্দোলন সংগ্রামে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হাতে বহুবার নির্যাতনের শিকার হয়েছিলেন।

তাঁর মৃত্যেতে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top