সাংবাদিক মায়ের লাইভ অনুষ্ঠান চলার সময় স্টুডিওতে ছেলের ঢুকে পড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদক কোর্টনি কুব তার লাইভ বুলটিনে যখন উত্তরাঞ্চলীয় সিরিয়ায় তুরস্কের বিমান হামলার খবর জানাচ্ছিলেন তখন স্টুডিওতে চলে আসে তার ছেলে।
প্রথম দিকে অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে হেসে তিনি পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করেন। তার ছেলের উপস্থিতির জন্য দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
এই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত ভিডিওটি কয়েক কোটি মানুষ দেখেছেন।