বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা পরিষদের উপ- নিবার্চনে চেয়ারম্যান পদে নাগরিক কমিটির মনোনীত স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহাজাদা এস,এম মিজানুর রহমান স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার(২২ ফেব্রুয়ারী)বিকেলে বিআরডিবি হলরুমে মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।
শাহাজাদা এস,এম মিজানুর রহমান বোয়ালখালী ইউ,সি,সি লিমিটেড এর চেয়ারম্যান ও জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের পরিচালক এবং বোয়ালখালী পৌরসভার সাবেক প্যানেল মেয়র।
স্বতন্ত্র প্রার্থী শাহাজাদা এস,এম মিজানুর রহমান বলেন, আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত এ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। কেউ যেন ভোটাধিকার হরণ করতে না পারে। আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন দেশ ও জাতির কাছে এটিই প্রত্যাশা করি। জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের যোগ্য ও পছন্দের চেয়ারম্যান নির্বাচিত করবে। সর্বোপরি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি।
উপজেলা নিবার্চন অফিস সূত্র জানায়,উপজেলায় ২ লাখ ১৬ হাজার ৮১৭ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৯২ ও ১ লাখ ১ হাজার ৭২৫ নারী ভোটার।
প্রসঙ্গত,গত ২০ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান নুরুল আলম মৃত্যুবরণ করেন।