সিপ্লাস ডেস্ক: দেশের সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি গতকালের মতোই আছে।
বুধবার (১৬ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
মঙ্গলবার সকালেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। ঢাকায় ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে সামান্য বেড়ে হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান আফরোজা সুলতানা।
আফরোজা সুলতানা জানান, আগামী তিনদিনের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।