
মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তীর্থস্থান আদিনাথ মন্দিরের শিবচতুর্দশী পূজা ও মেলা (শনিবার) থেকে শুরু হচ্ছে। ১০ দিনব্যাপী এ মেলা ও শিবমন্দির দেখার জন্য ভারত, নেপাল, শ্রীলংকা, মিয়ানমারসহ দেশের বিভিন্ন স্থান থেকে লাখো তীর্থযাত্রীর সমাগম হবে বলে মেলার আয়োজকেরা আশা করছেন।
২ মার্চ পর্যন্ত চলবে এ মেলা। আদিনাথ মেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন কান্তি দে বলেন,মেলার প্রথম তিন দিন চলবে আদিনাথ মন্দিরের শিব চতুর্দশী পূর্জা। পূজার পরও ১০ দিন চলবে মেলা।
অন্যান্য বছরের তুলনায় এ বছর তীর্থযাত্রীর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন আয়োজন কমিটি।
মেলার আয়োজকেরা জানান, মেলা চলাকালে আদিনাথ মন্দিরে শিব দর্শন করার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক তীর্থযাত্রী আসেন মহেশখালী। অনেক সময় নৌপথে কক্সবাজার-মহেশখালী পারাপারের সময় তীর্থযাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। তবে এবার বেশির ভাগ তীর্থযাত্রী সরাসরি গাড়িযোগে চকরিয়া বদরখালী হয়ে আদিনাথে আসতে পারবেন। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আগের মতো ভোগান্তি পোহাতে হবে না। এই দিকে মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের সেবার জন্য মেলা প্রাঙ্গণে ২৫০ সদস্যবিশিষ্ট স্বেচ্ছাসেবক দল কাজ করবে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, মেলায় সুষ্ঠু আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ সর্তক পাহারায় থাকবে।