সিপ্লাস ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে নামানোর ক্ষমতা বিএনপির নেই।
তিনি আরো বলেন, ‘বিএনপির আন্দোলন তাদের নিজেদের কর্মী-সমর্থকদের ও জনগণের সাথে ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়। এখন তারা যে কথাগুলো বলছে সেগুলোও ভাঁওতাবাজির অংশ।’
বিএনপিকে উদ্দেশ করে হানিফ বলেন, ‘যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওেয়ার প্রস্তুতি নিন। সেই নির্বাচন সংবিধান অনুযায়ী এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। অসংবিধানিক প্রক্রিয়ায় এ দেশে আর কোনো নির্বাচন হবে না।’