সরকার হটানোর ক্ষমতা বিএনপির নেই : হানিফ

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে নামানোর ক্ষমতা বিএনপির নেই।

আজ সোমবার কুষ্টিয়া মোহিনী মিল-আদর্শ কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘২০১৩ সাল থেকে বিএনপি এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে বহু চেষ্টা করেছে। তার ফলাফল মানুষ জানে। আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে নামানোর ক্ষমতা বিএনপির তো নেই। এ দেশে এমন কোনো রাজনৈতিক শক্তিও নেই।’

তিনি আরো বলেন, ‘বিএনপির আন্দোলন তাদের নিজেদের কর্মী-সমর্থকদের ও জনগণের সাথে ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়। এখন তারা যে কথাগুলো বলছে সেগুলোও ভাঁওতাবাজির অংশ।’

বিএনপিকে উদ্দেশ করে হানিফ বলেন, ‘যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওেয়ার প্রস্তুতি নিন। সেই নির্বাচন সংবিধান অনুযায়ী এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। অসংবিধানিক প্রক্রিয়ায় এ দেশে আর কোনো নির্বাচন হবে না।’

এ সময় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুর ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।