সরকারি সফর সফলভাবে সম্পন্ন করায় সংবর্ধিত হলেন চট্টগ্রাম জেলা পিপি

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে মাদাগাস্কার সফর সফল ভাবে সম্পন্ন করায় চট্টগ্রামের বিচারক, সরকারী আইন কর্মকর্তা, আইনজীবী নেতা ও সকল পর্যায়ের আইনজীবীদের সংবর্ধনায় সংবর্ধিত হলেন চট্টগ্রামের জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

রোববার (২১ মে) জেলা পিপি কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ জনাব ডক্টর মোঃ আজিজ আহমেদ ভূঁঞা, বিশেষ অথিতি ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব বেগম কামরুন নাহার রুমি, উপস্থিত ছিলেন সরকারী আইন কর্মকর্তাসহ, অসংখ্যা আইনজীবীরা।

প্রধান অথিতির বক্তব্যে জেলা ও দায়রা জজ জনাব ডক্টর মোঃ আজিজ আহমেদ ভূঁঞা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের বিশেষ স্তম্ভ হল বিচার বিভাগ। দেশের বিচার বিভাগ সভ্যতার চালিকাশক্তি আমাদের বিচারকগণ সম্পূর্ণ স্বাধীন- বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, সরকার কোনভাবেই বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করছে না। যার কারনে দেশের মানুষ তথা বিচার প্রার্থী জনগোষ্ঠীর ন্যায় বিচার পাচ্ছে জেলা পিপি আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে মাদাগাস্কার সফরকে চট্টগ্রামের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এই সফলতার জন্য তাকে ধন্যবাদ জানায়। জেলা ও দায়রা জজ জনাব ডক্টর মোঃ আজিজ আহমেদ ভূঁঞা আরো বলেন বিচারক ও আইনজীবী একটি পাখির দুটি ডানা একটি ডানা অকেজ বা ক্ষতিগ্রস্ত হলে যেমন পাখি উড়তে পারে না তেমনি বিচার বিভাগের গতি অব্যাহত রাখতে বেঞ্চ ও বারের নিরবিচ্ছিন্ন সম্পর্ক থাকতে হবে। কোন অবস্থাতে এই সম্পর্ক হুমকির সম্মুখীন হয় এমন কাজ করা যাবে না। বেঞ্চ ও বারের সমন্বয়ে বিচারপ্রার্থী জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বিচারকগণ সকল প্রকার চাপ-লোভ-ক্ষোভ উপেক্ষা করে বিচার কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ধারা অব্যাহত রাখতে আমরা শক্ত অবস্থানে আছি।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমি বলেন, প্রতিটি মানুষ তাদের কাজে স্বীকৃতির চায়। চট্টগ্রামের জেলা পিপি আইন মন্ত্রণালয়ের হয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের চট্টগ্রাম বিচার বিভাগের মুখ উজ্জ্বল করেছেন। প্রশিক্ষণ কর্ম ক্ষমতা দক্ষতা বৃদ্ধি করবে এবং জীবন যাপনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে আমরা আশা করব বর্তমান জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর যোগ্য নেতৃত্বে প্রসিকিউশন টিম প্রশংসনীয় ভূমিকা রাখছেন। আমরা আরো আশা করবো তারা আরও দক্ষতার সাথে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবেন ।

সংবর্ধিত জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন – আজকের এই অনুষ্ঠান আমাকে আরও কাজের প্রতি দায়বদ্ধ করে জনগণের অধিকার রক্ষায় এবং বিচার ব্যবস্থায় যাতে কোনো বিচারপ্রার্থী কোনো ভাবেই ক্ষতিগ্রস্থ না হয় আমি আমার সর্বোচ্চ শ্রম মেধা ও বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে যাব, কোনো অবস্থাতেই অন্যায়ের কাছে বা অপসক্তির কাছে মাথানত করবনা। সকল প্রতিকূল পরিস্থিতিতে প্রসিকিউশন টিম নিয়ে আগুয়ান ভূমিকা পালন করবো।
সভায় সংবর্ধিত অতিথি জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীকে জেলা ও দায়রা জজ জনাব ডক্টর মোঃ আজিজ আহমেদ ভূঁঞা সম্মাননা স্মারক তুলে দেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট বজলুর রশিদ মিন্টু, সাবেক সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ হাসেম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মনোতোশ বড়ুয়া, এডভোকেট অশোক দাস, মহানগর পিপি এডভোকেট আব্দুর রশিদ সবার পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট আজারুল হক।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top