সবাইকে ছাড়িয়ে ‘সুরমা সুরমা’

সিপ্লাস ডেস্ক: ২০১৪ সালে শাকিব খান অভিনীত ‘হিরো দ্য সুপারস্টার’ সিনেমায় ‘যেখানে যাবে আমাকে পাবে’ শিরোনামে গান লিখেছিলেন জাহিদ আকবর। মাঝখানে কেটে গেছে ৯টি বছর।

দীর্ঘ এই বিরতির পর  ঈদের সর্বাধিকে আলোচিত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর সর্বাধিক আলোচিত গানটিই তিনি উপহার দিলেন। গানের শিরোনাম ‘সুরমা সুরমা’।

সিনেমা মুক্তির আগেই প্রচারণার অংশ হিসেবে গানটি প্রকাশ করা হয়। যাতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল আর ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও শবনম বুবলী।

গানটি আরটিভির ফেসবুক, ইউটিউব, শাকিব খান-বুবলীর ফেসবুক পেজ ও সঙ্গীতায়োজক নাভেদ পারভেজের পেজে  আপলোড করা হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, গানটি আরটিভিরর ইউটিউবে ৪.৩ মিলিয়ন, ফেসবুক পেজে প্রায় ১ মিলিয়ন, শাকিব খানের পেজে ১.৫ মিলিয়ন, বুবলীর পেজে ১.৩ মিলিয়ন, কোনালের পেজে ১.৫ মিলিয়ন, ইমরান মাহমুদুলের পেজে ১.৫ মিলিয়ন ও নাভেদ পারভেজের পেজে ১.৫ মিলিয়ন ভিউ হয়েছে।

সব মিলিয়ে ১২ মিলিয়নের বেশি দেখা হয়েছে ‘সুরমা সুরমা’ গানটি।  ফলে ঈদুল ফিতরের সর্বাধিক আলোচিত ও ভিউয়ের বিচারেও এগিয়ে রাখা হচ্ছে গানটিকে।

এদিকে ঈদুল ফিতরে বাংলাদেশে যেমন শাকিব খান অভিনীত ‘লিডার’ ছবি মুক্তি পেয়েছে, তেমনি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুপারস্টার জিত অভিনীত ‘চেঙ্গিজ’।  অবশ্য প্যান ইন্ডিয়া সিনেমা ‘চেঙ্গিজ’ অন্যান্য ভাষায়ও মুক্তি দেওয়া হয়েছে।এই ছবির অরিজিত সিংয়ের গাওয়া ‘এভাবে কে ডাকে’ গানটি স্ট্রিমিং হয়েছে ৩০ লাখ বার । হিন্দি ভার্সনে গানটি স্ট্রিমিং হয়েছে ২০ লাখ বার। যেহেতু এখানে ভাষাগত বিষয়ে কথা হচ্ছে, কথা হচ্ছে দুই বাংলার। সেদিক থেকে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী – অরিজিত সিংয়ের গাওয়া ‘এভাবে কে ডাকে’ গানের চেয়ে এগিয়ে রয়েছে জাহিদ আকবরের লেখা এবং নাভেদ পারভেজের সুর ও সংগীতে ইমরান-কোনালের গাওয়া ‘সুরমা সুরমা’।

‘সুরমা সুরমা’ গানের গীতিকার জাহিদ আকবর বলেন, ‘ অনেক শ্রোতাপ্রিয় গান লিখেছি। তবে আমার গান লেখার জীবনে দ্রুত এত সাড়া পাইনি কোনো গানে। ঈদে মুক্তি পাওয়া দুই বাংলার গানের মধ্যে এই গানের ভিউ শীর্ষে- এটা দর্শকদের ভালোবাসা ছাড়া আর কি! সবার কাছে আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

ইমরান বলেন, ইমরান বলেন, ‘জাহিদ আকবরের লেখা নাভেদ ভাইয়ের সঙ্গীতে সুরমা সুরমা গানটি শাকিব ভাইয়ের আমার এবং কোনালের গানটি দারুণ কিছু  কম্বিনেশনের। বাংলা ভাষার ছবির যত গান এসেছে, ঈদে সবচেয়ে এগিয়ে সুরমা সুরমা। দর্শক শাকিব ভাইকে কতখানি পছন্দ করেন সেটা এই গানের দিকে তাকালেই বুঝতে পারা যায়।

 

অন্যদিকে এবারের ঈদে মুক্তি পাওয়া সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমার ‘খেলা হবে’ গানটিও বেশ সাড়া জাগিয়েছে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, সব মিরিয়ে  ১০ মিলিয়নেরও বেশি দর্শক দেখেছেন খেলা হবেগানটি।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top