বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ডেইরী ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করেছেন সফল নারী উদ্যোক্তা পিউর ডেইরী ফার্মের স্বত্ত্বাধিকারি মনোয়ারা বেগম।
শনিবার(২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে আয়োজিত সেবা সপ্তাহ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস,এম সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে পুরুস্কার তুলে দেন।
উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতীক সেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো.মামুন, মৎস্য কর্মকর্তা মো.ইমরান ও জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ইউনুছ।
মনোয়ারা বেগম উপজেলার খরণদ্বীপ গ্রামের চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ইউনুছের স্ত্রী। ২০১৬ সালে ৩টি গরু নিয়ে বাড়ির অল্প কিছু জায়গায় শুরু করা খামারটি এখন ৮০ শতক জায়গায় দাঁড়িয়েছে। খামারের দেখাশোনার জন্য রয়েছে ৫জন কর্মচারী। গরুর খামারের সাথে সবজি চাষ, হাঁস, দেশি মুরগি ও ছাগল পালনের উদ্যোগ নিয়েছেন তিনি। পুকুরে করেছেন মাছের চাষ। এ খামারের নিরাপত্তায় ও সার্বক্ষণিক তদারকিতে লাগানো হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা। গরুর পরিচর্যায় ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র ও প্রযুক্তি। এ খামারের গো-খাদ্যের যোগানের জন্য আলাদা করে ৬০ শতক জমিতে লাগানো হয়েছে জার্মান ঘাস। খামারের গোবর সবজি চাষে সার হিসেবে ব্যবহার করেছে। পরিকল্পনা রয়েছে বায়োগ্যাস প্ল্যান্ট করার।
নারী উদ্যোক্তা মনোয়ারা বেগম জানান, এ সাফল্যের পেছনে পরিবারের সদস্যদের ছিল বড় ধরণের সহযোগিতা। বিশেষ করে সরকারি চাকুরিজীবী স্বামীর অনুপ্রেরণায় তাকে এগিয়ে যেতে সাহস যুগিয়েছে।
এই পুরুস্কার পেয়ে আমি খুব আনন্দিত।